রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাল্ব লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

বাল্ব লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে নাটোরে জাহিদ হাসান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান ওই এলাকার জনৈক মকবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, মুরগির খামারের বাল্ব কেটে যাওয়ায় আজ ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মুরগির খামারে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান জাহিদ হাসান। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক খোলা তারের সাথে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, কিছুদিন আগেই জাহিদ হাসানের বিয়ে হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …