নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কন্চি গ্রামে ১ কি: মি: রাস্তার নিম্মমানের কাজ হচ্ছে। স্থানীয়রা জানায়, গত ৩ মাস থেকে থেমে থেমে কাজ হচ্ছে। কিছুদিন আগে খারাপ ইট নিয়ে আসে। স্থানীয়রা প্রতিবাদ করে, কিন্তু কিছুদিন আগে থেকে রাতের আধারে বালুর বদলে মাটি দেয়া হচ্চে।
কৃষকরা জানায়, এলাকার অনেক কৃষক ধান বাজারে নিয়ে যেতে পারেনি। অল্প মূল্যে বিক্রি করে দিতে হয়েছে। যারা বামিহাল কিংবা অন্য হাটে নিয়ে গেছে তাদের ৫০ টাকা বেশি খরচ গুনতে হয়েছে। ভ্যান চালকরা জানান, কার্পেটিং করা রাস্তায় মাটি পড়ে কর্দমাক্ত। মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নীড় পাতা / শিরোনাম / বালুর বদলে কাঁদা মাটি সিংড়ার কন্চি গ্রামের ১ কি: মি: রাস্তার দুর্ভোগে এলাকাবাসি
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …