বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বালুর বস্তা দিয়ে সিংড়া পৌরসভাকে রক্ষার চেষ্টা

বালুর বস্তা দিয়ে সিংড়া পৌরসভাকে রক্ষার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

বালুর বস্তা দিয়ে সিংড়া পৌরসভাকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পৌরসভার অভ্যন্তরে যাতে পানি প্রবেশ করতে না পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্রাই নদীর পানি ১০সেন্টিমিটারের উপরে বৃদ্ধি পেয়েছে। তাতে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

আত্রাই নদীর এই পানি বৃদ্ধি অব্যহত থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সরকারপাড়া ও গোডাউন পাড়া। বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণসহ সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

তিনি জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় বন্যার্তদের পাশে আমরা আছি।

ইতোমধ্য নদীর পানি এবং চলনবিলের পানি বৃদ্ধিতে সিংড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লা ডুবে গেছে। ৫ টি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। নদীর পানি বৃদ্ধিতে কয়েকটি মহল্লা ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বাঁধ দিয়ে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …