বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / খেলা / বার্সেলোনাই বড় করেছে কিশোর মেসিকে, বানিয়েছে তারকা
Messi

বার্সেলোনাই বড় করেছে কিশোর মেসিকে, বানিয়েছে তারকা

কাতালানদের কাছে এক বড় আবেগের নাম লিওনেল মেসি। বার্সেলোনার রেকর্ড-ব্রেকার লিওনেল মেসি।

নিউজ ডেস্ক:
তেরতে বার্সায় আসা মেসি এখন তেত্রিশে। অবিচ্ছেদ্য সম্পর্কেও ধরেছে ফাটল। লিওয়ের বাড়ছে বয়স । আর রিফরমেশনের চাপে ক্লাব বার্সা। তবুও ছোট্ট বালক থেকে যুবক হয়ে ওঠা মেসিকে কি ছাড়তে পারবে দলটা? না-কি বার্সাকে সিদ্ধান্ত নিতে সহজ করে দিতেই মেসির ওমন আগ্রহ প্রকাশ।

লিওনেল মেসি আর বার্সেলোনা, দুই দশকের সম্পর্কে হয়ে উঠেছেন পরিপূরক। সোনার চামচ মুখে দিয়ে জন্ম না নিলেও বিশ্বফুটবলের গোল্ডেন বয় মেসিকে এলএমটেন বানিয়েছে বার্সা ক্লাব কারখানা। পাঁচ বছর বয়সে আর্জেন্টিনার লোকাল ক্লাব গ্রানদোলিতে ফুটবলের হাতে-খড়ি মেসির। ওইটুকু বয়সেই ‘দ্যা মেশিন অব ৮৭’ নজরকাড়েন ফুটবলবোদ্ধাদের।

এগার বছর বয়সে গ্রোথ হরমোন ডিফিশিয়েন্সির মতো জটিল রোগ ধরা পড়ে ম্যাজিক বয়ের। রিভারপ্লেটের এইজলেভেল দল থেকে বাদ দেয়া হয় মেসিকে। তেরতে বার্সেলোনার ডিরেক্টর কার্লোস রেকশাক মেসির ফুটবল মেধাকে চুক্তিবদ্ধ করেন বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে। চিকিৎসার দায়িত্ব নেয় স্পন্সর প্রতিষ্ঠান। পেপার ন্যাপকিনে লেখা চুক্তিতে আর্জেন্টিনা থেকে স্পেন যাওয়ার প্রস্তাব। সিদ্ধান্ত নিতে দেরি করেননি মেসির বাবা জর্জে। ২০০১এ বার্সেলোনায় মেসি। 

প্রায় দুই দশক বার্সেলোনায় লিওনেল মেসি। গেল কয়েকবছর ধরে ট্রান্সফার মার্কেটে একটু আধটু কানকথা চলে মেসির বার্সা ছাড়া নিয়ে, মেসি হয়তো তখন মৌসুম শেষের ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত। নিন্দুকদের কথা শোনার সময় কই!

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে হার, বদলে যায় সিনারিও। সব সমালোচনার আঙুলই যেন মেসির দিকে। ম্যাজিকবয়ের বার্সা ছাড়ার পালে হাওয়া লাগে আবার। কোচের চাকরি হারান সেতিয়েন, এরমধ্যে যোগ দিয়েছেন রোনাল্ড কোম্যান। দশ দিন না পেরোতেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ লিওনেল মেসির।

তেত্রিশের মেসি, ৩৪টা শিরোপা জিতিয়েছেন বার্সেলোনাকে। বয়সের হিসেবে খুব বেশিদিন মাঠে থাকার কথা নয়। এক্সপেক্টেশান্স প্রেসার নিয়ে কতটা পারফরমেন্স দিতে পারবেন লোনলি ম্যাজিশিয়ান, ক্লাব কি তাই ভাবছে!

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …