নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রতিষ্ঠার পর থেকে ৫৮৫টি উচ্চ ফলনশীল (উফশী) ফসল, ৫৫১টি উৎপাদন প্রযুক্তিসহ মোট এক হাজার ১৩৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা ও ফল উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বর্তমানে ২১১টি প্রযুক্তি নিয়ে গবেষণা কার্যক্রম চালাচ্ছে। গতকাল বারির কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দানাজাতীয় শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করা আর এটি করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে।’ বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …