সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেল আরোহী আনাস নামে এক শিশু বাবার হাত থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছেন। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতা এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাড়ে চার বছরের শিশু আনাস গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে ইকবাল হোসেন তার ছেলেকে নিয়ে জমি দেখতে আসে জৈটাবটতলা এলাকায় এ সময় জমি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে শিশু আনাস ঘুমিয়ে গেলে হেলে পড়ার এসময় বাবা ছেলেকে ধরতে গিয়ে নিজে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে বাবা ছেলে দুজন আহত হয়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে শিশু আনাস কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, গোদাগাড়ী-আমনুরা সড়কে জৈটাবটতলা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা ছেলে আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে। বাবা চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …