নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে মিজানুর রহমান নামে এক র্যাব সদস্যের বিরুদ্ধে বাদশা মিয়া নামে এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আহম্মেদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। এর আগে প্রতিকার চেয়ে বড়াইগ্রাম থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন বাদশা মিয়া। বাদশা মিয়া উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহমেদপুর গ্রামের সালামের ছেলে। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার বালিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে। বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি র্যাব ফোর্সে কর্মরত রয়েছেন। লিখিত বক্তব্যে বাদশা মিয়া বলেন, আমার দাদার ক্রয় সুত্রে পাওয়া জমি ৩৫ বছর যাবত ভোগ দগল করে আসছি। মিজানুর রহমান সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। আমি পুলিশ ও র্যাব হেডকোয়াটার লিখিত অভিযোগ করি। অভিযোগ তদন্ত করে সত্যতা পায়। কিন্তু পুলিশি ও রাজনৈতিক প্রভাবের কারনে তদন্তেই আটকে আছে। এলাকার যে আমার পক্ষে কথা বললে তাকে হুমকি দেয়। সাংবাদিক নিউজ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তিনি আরো বলেন, র্যাবের ভয় দেখিয়ে ক্রস ফায়ার, মিথ্যা মামলাসহ বিভিন্ন রকম হুমকি দিত। আমি থানায় জিডি করেছি। বাদশা মিয়া বলেন, আমি গরীব আসহায় প্রতিবন্ধী মানুষ। আমার জমি দখল করে নেওয়ার কারনে ফসল পাচ্ছি না। আবার মামলার খরচ চালানো সম্ভব না। তাই আমার অভিযোগের সঠিক ভাবে তদন্ত করে আমার জমি প্রেরত দেওয়ার দাবী করছি। এ বিষয়ে জানতে মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার ক্রয়কৃত জমিতে বাড়ি করেছি। কোন অনিয়ম করা হয় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …