নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,, স্বেচ্ছাশ্রমেই শীত উপেক্ষা করে দ্বিতীয় দিনের মত খাল পরিস্কার করেছেন আনসার ভিডিপি সদস্যরা। নাটোর সদর উপজেলার বানিয়াকোলা খালের পন্ডিতগ্রাম ব্রিজ এলাকায় বৃহস্পতিবার দিন ব্যাপি খাল থেকে কচুরিপানা পরিস্কার কাজ করেন তারা। শুধু খাল পরিস্কারই নয় জনদূর্ভোগ কমাতে কাজ করতে প্রস্তুত আনসার সদস্যরা জানালেন, জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ। কমান্ড্যান্ট আরো জানান, আনসার ভিডিপি সদস্যরা বানিয়াকোলা খালের ২’শ মিটারের কচুরিপানা ও অন্যান্য আগাছা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করেছেন। এর আগে একই খালের ৩’শ মিটার পরিস্কার করেছেন। জেলার খাল গুলো শোষন না করে শাষন করতে পারলে সকলেই লাভবান হবেন। কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দেশ ও দশের কল্যাণার্থে অব্যাহত ভাবে খাল পরিস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেকোন জনকল্যান মুলক কাজে অংশগ্রহনের জন্য প্রস্তুত আছে আনসার ও ভিডিপি সদস্যরা বলেও জানান এই কর্মকর্তা। খাল পরিস্কার কাজে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিনুল হক, সার্কেল এ্যাডজুট্যান্ট জালাল উদ্দিন মোল্লা, উপজেলা প্রশিক্ষক কনক কুমার দত্তসহ জেলার বিভিন্ন ভাতাভোগি সদস্যরা।
আরও দেখুন
নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রামে ,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামে এক শিশুর মৃত্যু …