নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
বাতাসে কিছু একটা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু এ গন্ধটি যে তার স্বামীর লাশ থেকে আসছিলো তা আন্দাজ করতে পারেনি স্ত্রী। সে জানতো বৃহস্পতিবার দুপুরে স্বামী তার সাথে রাগারাগি করে কাজে চলে গেছে। রাগ করে মোবাইল ফোনও বন্ধ রেখেছে। কিন্তু বাড়ির সকলের অগোচরে পাশের পরিত্যক্ত ঘরে গিয়ে স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে এমনটা ভুলেও ধারণা করেনি সে।
শনিবার সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাটোরের বড়াইগ্রামের উত্তর গোপালপুর এলাকার নিজ বাড়ির পরিত্যক্ত ঘর থেকে মিলন হোসেন (২৬) নামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন ওই এলাকার লালচাঁদ হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, মিলন হোসেন পেশায় ট্রাক হেলপার। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে সে বাড়ি থেকে বের হয়। স্ত্রী ভেবেছে স্বামী কাজে গেছে। কিন্তু দুই দিন পর লাশের গন্ধ পেয়ে মিলনের ঝুলন্ত মৃতদেহ খুঁজে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।