রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাজার করে বাড়ি ফেরা হলো না সাদ্দামের;

বাজার করে বাড়ি ফেরা হলো না সাদ্দামের;

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোরের লালপুরে গোপালপুর-বনপাড়া সড়কের ভূইয়াপাড়া নামক স্থানে অটো চার্জার ভ্যান মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর পৌরসভার ভ‚ইয়াপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাযায় উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলী ছেলে মোঃ সাদ্দাম হোসেন গোপালপুর বাজার থেকে অটো চার্জার ভ্যানে বাজার করে বাড়ি ফেরার পথে ভ‚ইয়াপাড়া নামক স্থানে পৌছালে অটো চার্জার ভানটি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাদ্দাম হোসেন কে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ রেজাওয়ানুল হক জানান দূর্ঘনায় কবলিত সাদ্দাম হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত সাদ্দাম হোসেনর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …