শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাগেরহাটে পানিবন্দি মানুষের মধ্যে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

বাগেরহাটে পানিবন্দি মানুষের মধ্যে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক:
বাগেরহাটের শরণখোলায় পানিবন্দি অসহায় মানুষের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টানা অতিবৃষ্টির পানিতে বাগেরহাটের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পানিবন্দি এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের ৭ ডিভিশনের সদস্যরা। সেনাসদস্যরা শরণখোলার উপজেলার বগি, সাউথখালী ও সুড়িয়াখালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। সেনা সদস্যদের নিজস্ব রেশন বাঁচিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন মো. হাসান মোরশেদ।

ক্যাপ্টেন হাসান বলেন, করোনা পরিস্থিতিতে পানিবন্দি হয়ে দরিদ্র মানুষগুলো আরও বেশি অসহায় হয়ে পড়েছে। এজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …