সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালিত

বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরে বাগাতিপাড়ায় মহিলা ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিকেল ৩ টায় জাতির পিতার রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন বিষয়ে আলোচনাসভা ও বঙ্গবন্ধুসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

শ্রদ্ধা শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …