বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া মডেল থানায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বাগাতিপাড়া মডেল থানায় পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্য মতিয়ার রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে থানার আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মতিয়ার রহমান বাংলাদেশ পুলিশ সদস্য (কনস্টেবল) হিসেবে রাজশাহী পুলিশ লাইনে যোগদানের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন এবং বাগাতিপাড়া মডেল থানায় প্রায় এক বছর কর্মরত থেকে ৪১ বছর কর্মজীবন শেষ করেন । তার অবসর জনিত বিদায় বেলায় তার সহকর্মীবৃন্দ, সুধীজন, সংবাদকর্মী তার কর্মের ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে এসআই রাকিবুল ইসলামের সঞ্চালনায় বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার চৌধূরী, এসআই খাইরুল ইসলাম, এসআই সাজ্জাদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান সহ থানার অন্যান্য পুলিশ অফিসার, পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী খ্রীস্টান সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। …