নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া প্রেসক্লাব’র স্বার্থ ও শৃংখলা বিরোধী কার্যক্রম করায় প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির তিনজন সদস্যকে অব্যাহতি দিয়েছে প্রেসক্লাব’র প্রতিষ্টাতা, সভাপতি ও সম্পাদকরা।
অব্যাহতি প্রাপ্তরা হলেন বাগাতিপাড়া প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এ.এস.এম আল আফতাব খান সুইট এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অপু।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় এক বর্ধিত সভার শেষে প্রেসক্লাবের প্রতিষ্টাতা, সভাপতি, সমন্বায়ক ও সম্পাদক (ভারপ্রাপ্ত)এর স্বাক্ষরিত প্রেসক্লাব’র প্যাডে লিখিত ভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, ‘অব্যহতি প্রাপ্তরা ইতিপূর্বেও প্রেসক্লাব’র স্বার্থ ও শৃংখলা বিরোধী কার্যক্রম করায় তাদের পূর্বে সতর্ক করা হয়েছিল। আবার পূনরায় তারা গত ২৩ মে অন্তবর্তীকালীন কমিটির সিন্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনের জন্য জাল মনোনয়ন ফরম উত্তোলন করে। যা প্রেসক্লাব’র স্বার্থ ও শৃংখলা বিরোধী হওয়াই তাদের প্রেসক্লাব থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়।’
বাগাতিপাড়া প্রেসক্লাব’র সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …