নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। গত শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিদা খাতুনকে মনোনয়ন দেয়া হয়। দীর্ঘ ১৫ বছর অনুষ্ঠিত হতে যাওয়া বাগাতিপাড়া পৌরসভায় দলীয় প্রার্থী পেয়ে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শাহিদা খাতুন বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ।
জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি নিয়ে ঢাকা থেকে ফেরার পথে রোববার নাটোরের বনপাড়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় তিনি সিক্ত হন এবং মোটরসাইকেল শোভা যাত্রা নিয়ে তাকে বাগাতিপাড়ায় বরণ করা হয়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী এই পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহন। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৮ হাজার ৪০১ জন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …