রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়া পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত

বাগাতিপাড়া পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভায় তিনজন কাউন্সিলরকে ক্রমানুসারে প্যানেল মেয়র নির্বাচন করা হয়। এর মধ্যে ভোটের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডের মো: ইউসুফ আলী প্যানেল মেয়র-১ হিসেবে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী তিন কাউন্সিলরের অপর প্রার্থীদের মধ্যে মহসিন আলী ৩ ভোট এবং আজিজুর রহমান ২ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ১২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইউসুফ আলী এর আগেও প্যানেল মেয়র-১ ছিলেন। অন্যদিকে সিলেকশনে কাউন্সিলর খাইরুল ইসলাম প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর মুর্শিদা বেগম প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন। মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী এই পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গেজেট প্রকাশের পর গত ৯ ফেব্রুয়ারি শপথ গ্রহন এবং ১০ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্বভার গ্রহন করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …