নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে।১ ফেব্রুয়ারি নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা জারী করা হয়।
একই সাথে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্যও বলা হয়।তবে চিঠি পেলেও প্যানেল মেয়র ইউসুফ আলী মঙ্গলবার দুপুর পর্যন্ত দায়িত্ব বুঝে পাননি বলে জানান।
উলেখ্য,দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ২১ জানুয়ারি বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।এর পর থেকে মেয়রের পদটি শুন্য অবস্থায় রয়েছে।
প্যানেল মেয়র ইউসুফ আলী জানান, গোপালপুর পৌরসভার প্রকৌশলীর ওপর বাগাতিপাড়া পৌরসভার প্রশাসনিক দায়িত্ব থাকায় দায়িত্ব বুঝিয়ে দিতে হয়তো সময় লাগছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …