সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন প্রচারনায় ব্যস্ত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল হাকিম

বাগাতিপাড়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন প্রচারনায় ব্যস্ত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল হাকিম

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সমিতি হিসেবে পরিচিত এ শিক্ষক সমিতির- এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি ।
এদিকে সমিতির সভাপতি পদে দুইজন এবং সাধারন সম্পাদক পদে দুইজন জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান ও ঠেঙ্গামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। এছাড়া সাধারন সম্পাদক পদে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম এবং একডালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন।
সরেজমিনে রবিবার সকালে বিহারকোল বাজারে দেখা যায় প্রচারনায় ব্যস্ত সাধারন সম্পাদক পদের প্রার্থী বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম। এসময় কথা হয় উপজেলার তকিনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বড়াল ঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেন এবং বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীর সাথে তারা বলেন, আব্দুল হাকিম বিগত নির্বাচনে বিজয়ী হবার পর সংগঠনে ব্যাপক উন্নয়ন করেছে। সকল শিক্ষক কর্মচারির আস্থা অর্জন করেছেন সে। ব্যাক্তি আব্দুল হাকিম একজন পরিশ্রমী এবং সৎ । শিক্ষক সমাজ তথা উপজেলায় তার ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে এবারো তার বিজয় শতভাগ নিশ্চিত করতে সকল শিক্ষক কর্মচারী এক যোগে কাজ করে যাচ্ছে।
আব্দুল হাকিম বলেন, গত নির্বাচনে সকল শিক্ষক কর্মচারী আমার প্রতি আস্থা রেখে এবং ভালোবেসে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলো। আমি তাদের আস্থা এবং বিশ্বাষের মর্যাদা রাখতে সক্ষম হয়েছি। বিশ্বাষ করি সকল শিক্ষক কর্মচারির ভালবাসায় আবারো ব্যাপক ভোটে বিজয়ী হবো ইনশাহআল্লাহ। এছাড়া আমার দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়ন করে সকলের কল্যানে নিজেকে নিয়োজিত করবো।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মুর্শিদ। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ছিলো মনোনয়নপত্র গ্রহন ও জমাদানের তারিখ, যাচাই- বাছাইয়ের শেষ তারিখ ছিল ১৪ নভেম্বর । আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৬টি বিদ্যালয়ের মোট ৫শ’ ৪৫জন শিক্ষক কর্মচারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *