নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে ৫টার দিকে বড়পুকুরিয়া রেলগেট প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব মাহামুদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুকুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক (ভারঃ) রিয়াজুল ইসলাম রিয়াজ, ১নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল সিদ্দিক প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দো’য়া শেষে তবারক বিতরন করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …