সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ৫ ইউপির একটিতে আওয়ামী লীগের নতুন মুখ

বাগাতিপাড়ায় ৫ ইউপির একটিতে আওয়ামী লীগের নতুন মুখ


ফজলে রাব্বি, বাগাতিপাড়া:
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে এবার একটিতে নতুন মুখ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্য চারটি ইউনিয়নে পুরোনো চেয়ারম্যানরা মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধুমাত্র পাঁকা ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সভাপতি মেহেদী হাসান দোলন নতুন মুখ হিসেবে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্যগুলোর সবগুলোতেই পুরোনো চেয়ারম্যানরা আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, বাগাতিপাড়া সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জহুরুল ইসলাম, জামনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও দয়ারামপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু।

উল্লেখ্য, বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহন ২৮ নভেম্বর।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …