শুক্রবার , এপ্রিল ৪ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় ৪১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন

বাগাতিপাড়ায় ৪১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নাটোরের বাগাতিপাড়ায় একযোগে ৪১ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে ক্ষুদে ভোটারদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে মোট ৮ জন প্রতিনিধি বাছাইয়ে প্রত্যেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভোট প্রদান করে।

এছাড়াও ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট এমনকি আনসার সদস্যের দায়িত্বও পালন করে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থীরা। ভোট গ্রহন শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে প্রত্যেক শ্রেণীতে একজন করে এবং সম্মিলিতভাবে তিনজনকে প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়।

সরেজমিনে উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছাস। নিজেদের আয়োজন ও অংশ গ্রহনে আনন্দিত ক্ষুদে ভোটার ও প্রার্থীরা। তারা নির্বাচিত হয়ে স্কুলের সুন্দর পরিবেশ তথা নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …