রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্লিপের টাকায় দরিদ্র শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ইউনিফর্ম

বাগাতিপাড়ায় স্লিপের টাকায় দরিদ্র শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ইউনিফর্ম

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর বরাদ্দকৃত স্লিপের টাকায় দরিদ্র শিক্ষার্থীদের দেওয়া হলো নতুন স্কুল ইউনিফর্ম। বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণীর বাছাইকৃত দরিদ্র ১৩ জন শিক্ষার্থীর হাতে এসব ইউনিফর্ম তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজের টাকা দিয়ে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের নতুন স্কুল ইউনিফর্ম কিনে দেওয়ায় অনেকে এ উদ্যোগের প্রশংসা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান জানান, তাঁর বিদ্যালয়ে চলতি বছর বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা(স্লিপ) এর ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। ওই অর্থে বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় কাজের পাশাপাশি শিক্ষার্থীদের নতুন স্কুল ইউনিফর্ম এবং টিফিন বাটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মজনু মিয়ার পরামর্শে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থী বাছাই করে তাদের ১৩ জনকে স্কুল ইউনিফর্ম বানিয়ে দেওয়া হয়। এছাড়াও তৃতীয় শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় টিফিন বাটি।

বৃহস্পতিবার এসব বিতরণকালে সেখানে ম্যানেজিং কমিটির সভাপতি শামীম রেজা, প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …