রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্বামীর চোখের সামনেই ট্রেনের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্বামীর চোখের সামনেই ট্রেনের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
স্বামীর চোখের সামনে ট্রেনের ধাক্কায় নাটোরের বাগাতিপাড়ার গ্রামীণ ব্যাংকের নারী কর্মকর্তা ডলি পারভীন (৩২) এর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টায় অফিস থেকে গ্রাহকের বাড়ি যাওয়ার পথে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দূর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। নিহত ডলি পারভীন বাগাতিপাড়া উপজেলার চকহরিমারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং নওগাঁর আব্দুস সবুরের স্ত্রী। নিহতের স্বামী আব্দুস সবুর ও স্বজনরা জানান, ডলি পারভীন ও তার স্বামী দুজনেই গ্রামীণ ব্যাংকের রাজশাহীর পবা থানার হড়গ্রাম শাখায় অফিসার পদে চাকরি করেন।

সকালে অফিস থেকে গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী রওনা হন। পথে রাজশাহী কোর্ট স্টেশনের পাশে ডিঙ্গারদহ মোড় এলাকায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে রেললাইনের অপর পাশে গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপার হতে গিয়ে স্বামীর চোখের সামনেই মহানন্দা ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে দুপুরে মরদেহ বাগাতিপাড়ায় আনা হয়। সেখানে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ডলি খাতুনের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …