সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় স্বামীকে দীর্ঘদিন নির্যাতনের পর হত্যা

বাগাতিপাড়ায় স্বামীকে দীর্ঘদিন নির্যাতনের পর হত্যা


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে দীর্ঘদিন নির্যাতন করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বরাত আলী (৪৫) কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরিচ্ছন্নতা কর্মী।

প্রতিবেশীরা জানান, স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে খুঁটিনাটি বিষয়ে রেগে যেতেন দ্বিতীয় স্ত্রী। একই বিষয় নিয়ে স্বামী বরাত আলীকে নির্যাতন করে আসছিল দীর্ঘদিন থেকে। বরাতের সম্পূর্ণ সম্পদ তার নামে লিখে না দেয়ায় গত কয়েক দিন আগে কানিজ ও তার ভাইয়েরা মিলে বরাতকে ঘরে আটকে রেখে বেধড়ক মারপিট করে। সমস্ত শরীর ফুলে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার বিকেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যা করে পাষানী স্ত্রী কানিজ ফাতেমা।

এদিকে স্ত্রীর বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান। মৃত বরাত আলীর শরীরে নির্যাতনের আলামত দেখে পুলিশ স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …