সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় সাপের কামড়ে অটো চালকের মৃত্যু

বাগাতিপাড়ায় সাপের কামড়ে অটো চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আল-আমিন (২২) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। আলামিন উপজেলার লাক্ষনহাটী মহল্লার মালেক হোসেন এর ছেলে । শনিবার ভোর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রী ও দুই মাসের পুত্র সন্তানকে সাথে নিয়ে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে আল-আমিন। রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ আল-আমিনকে পায়ে কামড় দিলে স্থানীয়দের সহযোগিতায় দ্রæত নিকটস্থ বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে সাপের বিষের কোনো প্রতিষেধক না থাকায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। রাজশাহী মেডিক্যালে নেওয়ার পরে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …