নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ইসমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইসমা উপজেলার লোকমানপুর চিথলিয়া গ্রামের দিনমজুর ইসলামের মেয়ে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ ইসমার কানে কামড় দিলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত নিকটস্থ বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় । সেখানে সাপের বিষের কোন প্রতিশেধক না থাকায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে ইসমার মৃত্যু হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …