সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

বাগাতিপাড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ইউএনও কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মডেল থানা পুষ্পস্তবক অর্পন করে।

পরে বড়াল সভা কক্ষে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারি কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, কৃষি অফিসার মোমরেজ আলী, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে বেগুনিয়া আশ্রয়ণ প্রকল্পের সামনে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও বাদ যোহর বিশেষ দোয়া এবং বিভিন্ন দফতরের সামনে দৃষ্টিনন্দন ব্যানার প্রদর্শণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …