নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আজ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি। সকাল ১০টায় বাগাতিপাড়া পৌরসভায় ও ১১টায় পাকাঁ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, ইউএনও প্রিয়াংকা দেবী পাল ও পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি উপকারভোগি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫৫টাকায় চিনি, ৬৫টাকায় মসুর ডাল এবং ১১০টাকায় সয়াবিন তেল পাচ্ছেন। উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ৩ হাজার ১০৪ জন উপকারভোগী রমজান মাস শুরুর আগে চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল এবং রমজানের মাঝামঝি সময়ে আগের তিনটির সাথে শুধু ছোলা যোগ হয়ে চারটি পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন উপকারভোগিরা। এই কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে। স্বল্পমূল্যে পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …