সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় আবু সালেক আকাশ (২৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার চকগোয়াশ এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকাশ বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের ছেলে। তিনি বাউয়েটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বাবা আব্দুস সালাম অফিসে এবং মা তার নানীর বাড়িতে থাকায় আকাশ বাড়িতে একা ছিলেন। দুপুরে বাবা বাড়িতে ফিরে আকাশকে তার নিজের ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে নামিয়ে আকাশকে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ বাড়িতে আনা হলে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে নাটোরে প্রেরণ করে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় মেনে না নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে আকাশ আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …