রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় শিক্ষকের অর্থে খাস জমিতে ছাত্রীদের বৃক্ষ রোপণ

বাগাতিপাড়ায় শিক্ষকের অর্থে খাস জমিতে ছাত্রীদের বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের নিজস্ব অর্থায়নে খাস জমিতে বৃক্ষ রোপণ করেছে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।

রোববার বিকালে উপজেলার পৌর মডেল ভূমি অফিস চত্বরে এই বৃক্ষ রোপণ কর্মস‚চি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বিদ্যালয়ের আঙ্গিনা, রাস্তার ধারে এবং সরকারি ও খাস জমিতে ব্যক্তি উদ্যোগে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন।

এর অংশ হিসেবে পৌর ভূমি অফিস চত্ত¡রে ফলজ আম গাছের চারা রোপণ করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা, বাগাতিপাড়া পৌর মডেল ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং ওই বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রীরা এ বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …