সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহান আত্মত্যাগের স্মরণে সোমবার সকালে উপজেলা বড়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, ইউ এইচ এফ পি ও রতন কুমার সাহা, ওসি নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ অংশ নেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …