নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতামূলক দশকাঠা জমিতে মাঁচায় চাষকৃত পটলগাছ কেটেছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহিমানপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আব্দুল মতিনের মোল্লা পাড়া মাঠে দশ কাঠা জমিতে মাঁচায় চাষকৃত এই সবজি পটলগাছ কাটার ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পটল চাষি।
আব্দুল মতিন জানান, অন্য ফসলের চেয়ে বেশি ফলন ও লাভের আশায় দশকাঠা জমিতে মাঁচায় পটলচাষ করেন। সমস্ত মাঁচায় ফুলে-ফলে ভরে উঠেছিল। এমন অবস্থায় কে বা কারা শত্রুতামূলক আমার সব পটলগাছের গোড়া কেটে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে আমার।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে দুপুরে থানায় একটি অভিযোগ হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …