নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু। ২০১৯-২০ অর্থ বছরে জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুদের শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করায় উপজেলা প্রশাসন তাকে সেরা নির্বাচিত করে।
মঙ্গলবার জাতীয় জন্ম নিবন্ধন দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এ সম্মাননা তুলে দেন। এছাড়াও জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিতকরনে সম্প্রতি ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের নেয়া গৃহিত উদ্যোগে অনুষ্ঠিত অবহিতকরন ক্যাম্পে কর্মদক্ষতার পরিচয় দেয়ায় শ্রেষ্ঠ সচিব ক্যাটাগরিতে ফাগুয়াড় দিয়াড় ইউপি সচিব রায়হান শেখ এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা ক্যাটাগরিতে জামনগর ইউপি’র উদ্যোক্তা ফাইদুজ্জামান মিন্টুকে সেরা নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বড়াল সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসননের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নারী সদস্য ফরিদা পারভীন।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরনে ইউপি চেয়ারম্যান মিঠু শ্রেষ্ঠ নির্বাচিত
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …