নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘লাভলী ফাউন্ডেশন’। দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সংগঠনটির এই উদ্যোগ। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ‘লাভলি ফাউন্ডেশনের’ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ডিম ও একটি করে শাড়ি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলভিয়া পারভীন লেনি জানান, দৈনন্দিন খেটে খাওয়া অসহায় এবং দু:স্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমার এই প্রতিষ্ঠান অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …