নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘লাভলী ফাউন্ডেশন’। দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সংগঠনটির এই উদ্যোগ। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ‘লাভলি ফাউন্ডেশনের’ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ডিম ও একটি করে শাড়ি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলভিয়া পারভীন লেনি জানান, দৈনন্দিন খেটে খাওয়া অসহায় এবং দু:স্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমার এই প্রতিষ্ঠান অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …