রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের জরিমানা ও দোকান সিলগালা

বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের জরিমানা ও দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মুদিদোকান সিলগালা ও ৮ হাজার ৯শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল।

জানা যায়, লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অভিযোগে এই অর্থদন্ড আদায় করা হয়। এর মধ্যে মিশ্রীপাড়ায় ১টি ফ্রিজের শো-রুমের মালিককে ৫ হাজার টাকা, বিহারকোল বাজারের এক চা দোকানীকে ২০০ টাকা, মালঞ্চি বাজারের একটি মুদিখানা দোকান মালিকের জরিমানা এবং স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার কারণে কয়েক জনের জরিমানা করা সহ মোট ১৪টি পৃথক মামলায় ৮ হাজার ৯শত টাকা অর্থদন্ড আদায় করে হয়। এসময় মালঞ্চি বাজারের মুদি দোকানটি সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন প্রশাসন তৎপর আছে। করোনা সংক্রমণ থেকে এই এলাকার মানুষকে বাঁচাতে এবং সরকারি সকল নির্দেশনা জনসাধারণকে মানাতে এমন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আরও দেখুন

দিনাজপুেেরর হাকিমপুর উপজেলায়খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নে খাদ্যবান্ধবকর্মসূচির ১৮০ বস্তা সাড়ে ৫ টন চাল জব্দ …