নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিশেষ অভিযানে মাদক সেবন ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার জিগরী দিয়াড়পাড়া গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২২),গাওপাড়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে মাজদার (৩৮), মিশ্রীপাড়া গ্রামের মৃত সুবল মন্ডলের ছেলে সোনাতন মন্ডল (৩০), দয়ারামপুর বিলপাড়া গ্রামের মৃত বসির উদ্দিন মন্ডলের ছেলে রহমত আলী (৬৯)।
থানা সুত্রে জানা যায়, মাদকের বিশেষ অভিযানে অংশো হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের দায়ে দুজন এবং গাঁজা সহ দুজনকে আটক করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকের পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন মাদককে নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …