নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই ভুট্টু (৩৫) গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সান্যালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এঘটনায় ছোট ভাই আইয়ুব পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া গ্রামের মৃত সমছের আলীর মেজ ছেলে ভুট্টু ও ছোট ছেলে আইয়ুব আলী মধ্যে পৈত্রিক বাড়ি ভিটা নিয়ে দ্বন্দদ্ব চলে আসছিল। তারি জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আইয়ুব উত্তেজিত হয়ে বড় ভাই ভুট্টুকে হাঁসুয়া দিয়ে পেটে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে স্থানীরা উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম এ বিষয়ে জানান, ঘটনা শুনে তাৎখনিক ছোট ভাই আইয়ুবকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইয়ুব বাগাতিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বড় ভাইকে কুপিয়ে জখম ছোট ভাই পুলিশ হেফাজতে চিকিৎসাধীন
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …