সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় উদীয়মান যুব সংঘের আয়োজনে এলাকার যুবকদের অংশ গ্রহনে একদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেডিক্যাল অফিসার ডা.মাহামুদুল হাসান ফিরোজ।

উদীয়মান যুব সংঘের আহবায়ক ক্রীড়াবিদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন,উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,এসএসিএমও রাকিবুল ইসলাম ও তরিকুল ইসলাম জয়।

এ ছাড়াও উদীয়মান যুব সংঘের সদস্য রাজু ,সাজেদুর রহমান, লালন, ওসমান, রায়হান, সাংবাদিক ফজলে রাব্বি, বিপ্লব, পলাশ, নান্নু, রাজিব, রিফাত, সাকি সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।খেলায় দুটি ভাগে মোট ৮টি দল অংশ গ্রহন করে। পরে শাওন ও আলামীন বিজয়ী হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …