নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী নিন্ম আয়ের মানুষের মাঝে নিজের বেতনের টাকায় খাদ্যসামগ্রী সহায়তা বিতরণ করেছেন মাহাতাব আলী নামের এক শিক্ষক। শুক্রবার উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামের নিন্ম আয়ের ৩০ পরিবারের মাঝে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাহাতাব আলী উপজেলার তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক এবং জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি।
শিক্ষক মাহাতাব আলী জানান, নিজের বিবেকের তাড়নায় তিনি তার এলাকার কর্মহীন এসব নিন্ম আয় এর মানুষদের খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছেন। করোনা মহামারিতে লকডাউনে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সামর্থহীনদের পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং লবণ। তিনি করোনার এই দূর্যোগে এলাকার প্রতিটি বিত্তবানদের নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …