শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় বেতনের টাকায় কর্মহীনদের খাদ্যসামগ্রী সহায়তা দিলেন শিক্ষক

বাগাতিপাড়ায় বেতনের টাকায় কর্মহীনদের খাদ্যসামগ্রী সহায়তা দিলেন শিক্ষক


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী নিন্ম আয়ের মানুষের মাঝে নিজের বেতনের টাকায় খাদ্যসামগ্রী সহায়তা বিতরণ করেছেন মাহাতাব আলী নামের এক শিক্ষক। শুক্রবার উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামের নিন্ম আয়ের ৩০ পরিবারের মাঝে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাহাতাব আলী উপজেলার তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক এবং জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি।

শিক্ষক মাহাতাব আলী জানান, নিজের বিবেকের তাড়নায় তিনি তার এলাকার কর্মহীন এসব নিন্ম আয় এর মানুষদের খাদ্যসামগ্রী সহায়তা দিচ্ছেন। করোনা মহামারিতে লকডাউনে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সামর্থহীনদের পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং লবণ। তিনি করোনার এই দূর্যোগে এলাকার প্রতিটি বিত্তবানদের নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …