সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর। বুধবার সকালে উপজেলা জিমনেসিয়াম হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সফল জননী নাছিমা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিউটি খাতুন, শিক্ষা ও চাকুরীতে রোখসানা পারভীন, সমাজ উন্নয়নে আশরাফী বানু, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে সঞ্চিতা খাতুনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে ক্রেস্ট তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আ’লীগ সহসভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …