নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় হাফিজা বেগম নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার তালতলা পশ্চিমপাড়া এলাকায় বাড়ির খড়ির ঘরে গলায় ফাঁস দেয় সে। ৫০ বছর বয়সী হাফিজা বেগম ওই এলাকার আনজের আলী মন্ডলের স্ত্রী।
ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায় মেয়ে সাবিনা। পরে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরশেদ আলী তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের দাবি নিহত হাফিজা মানুষিক রোগী, ইতিপূর্বে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …