নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
এশিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশ (এইউবি) এর শিক্ষক সজিব আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। আটকের পর শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষক সজিব আলী একই উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ঢাকার আশুলিয়া শাখার ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক।
পুলিশ জানায়, সজিব আলী তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১০ সালে রাজশাহীর মতিহার থানায় দায়ের করা দুটি এবং ২০১৩ সালে নাটোর আদালতে দায়ের করা একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন। সেই ওয়ারেন্ট তামিল করতে থানার একদল পুলিশ তমালতলা বাজারে এক অভিযান চালিয়ে ওই দিন রাত সাড়ে সাতটায় তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানার ওসি আব্দুল মতিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর শুক্রবার সজিব আলীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …