শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বিন্যমুল্যে হাজার বই বিতরণ

বাগাতিপাড়ায় বিন্যমুল্যে হাজার বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমারা ক”জন স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী ৩০ তম অমর ২১ শের বই মেলার ৫ম ও শেষ দিন শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গনে বিনামূল্যে বই পড়ুয়াদের মাঝে ১ হাজারটি বই বিতরণ করা হয়েছে। ওই দিন বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়স শ্রেণী পেশা ভুলে বই প্রেমী হাজার মানুষ হাজির হয়েছেন তার পছন্দের বই নিতে। স্কুলের খোলা মাঠে বই নিয়ে আগ্রহের সাথে বসে আছেন শিশু, কিশোর, বৃদ্ধরা।ওই ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শফিক বলেন, মানুষ বই পড়া ভুলেই গেছে আর সেই ভোলা মনকে জাগ্রত করতে এই ধরনের ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই অন্তত ১ হাজার টি ঘরে ১ টি করে বই পৌছে দিতে তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান।

তিনি আরো বলেন ৩১ বছরের ধারাবাহিকতায় ৩০ বছর যাবৎ আমরা ক”জন স্পোটিং ক্লাব অমর ২১ শে বই মেলার আয়োজন করে আসছে আর গত বছর থেকে হাজার বই বিতরণের আয়োজন করছে। এবারে ২য় বারের মত এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বই নিতে আসা শিশু সাথী বলেন, আমি একটি ছড়ার বই পেয়েছে। বই পেয়ে আমি খুবই আনন্দিত। মেলায় আসা বই পড়ুয়া এক পাগল মুস্তাফিজুর রহমান মানিক এমন ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আগের দিনে মানুষ প্রচুর বই পড়তো কিন্তু মোবাইলের এই যুগে মানুষ বই পড়া ভুলেই গেছে। এখান থেকে ১ টি করে বই নিয়ে মানুষ যেনো আবার আগের মত বই পড়ার প্রতি উৎসাহিত হয় সেই প্রত্যাশাও করেন তিনি।

অনুষ্ঠানে আসা বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আইভি রহমান বলেন, বই বিতরণ অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে গল্প, উপন্যাস, ছড়া, গজল, গান, রান্নারসহ অনেক রকমের বই দেয়া হচ্ছে বিনামুল্যে। এমন ব্যাতিক্রমী উদ্যোগ লক্ষ করা যায়না। যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা যেন প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করতে পারে সেই আহ্বান ও জানান তিনি।ওই হাজার বই বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রবণের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য এর আগে ২০ ফেব্রুয়ারী হাজার মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অমর ২১শে বই মেলার উদ্বোধন করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …