রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

বাগাতিপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

গঠনে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে
স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ার অভিযোগ উঠেছে । উপজেলার
দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
বিরুদ্ধে এ অভিযোগ উঠে।বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং
অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ
বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।ওই অভিযোগ সূত্রে জানা যায়,
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী শিক্ষার্থী এবং অভিভাবকদের না
জানিয়েই গোপনে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া করেছেন। তবে
গোপনে স্থানীয় এবং অভিভাবকরা জানতে পেরে ওই প্রধান শিক্ষকের কাছে জানতে
চাইলে তিনি কমিটি গঠনের প্রক্রিয়ার কথা অস্বীকার করেন। এঘটনায় ওই
এলাকার স্থানীয় এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে
অভিভাবক সিকানদার আবু জাফর এবং সিরাজুল ইসলাম জানান, প্রধান শিক্ষক
গোপনে তার পছন্দ মত কমিটি করার জন্য প্রক্রিয়া করেছে। যা কোন শিক্ষার্থী
বা অভিভাবকদের জানানো হয়নি। তাই আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি
এবং কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সকলের
অংশগ্রহণের মাধ্যমে বিধিমোতাবেক কমিটি গঠনের প্রক্রিয়া করা হোক। এ
বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ম্যানেজিং কমিটি গঠনের
প্রক্রিয়ার কথা অস্বীকার করে জানান, আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির
মেয়াদ এখনো শেষ হয়নি আরো কিছুদিন সময় রয়েছে। তবে এমপি মহোদয়ের
নির্দেশের অপেক্ষায় রয়েছি তিনি নির্দেশ দিলে নতুন কমিটি গঠন করবো।এ
বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে জেনে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা
নজরুল বলেন, অভিযোগটি আমি এখনো দেখিনি। পরে দেখে জানাতে পারবো।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …