সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বিএনপি’র কর্মী সমাবেশে বক্তারা‘সরকার বিএনপিকে কোণঠাসা করে ঘরে ঢুকিয়েছে’

বাগাতিপাড়ায় বিএনপি’র কর্মী সমাবেশে বক্তারা‘সরকার বিএনপিকে কোণঠাসা করে ঘরে ঢুকিয়েছে’

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশে বক্তারা বলেছেন, সরকার বিএনপিকে কোণঠাসা করে ঘরে ঢুকিয়েছে। এখন সভা-সমাবেশ করতে হলে বাইরে অনুমতি মেলেনা। ঘরের কোণে কোন মতে করতে হয়। রোববার দুপুরে উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, এই সরকারের সময় মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। গুম, খুন রাহাজানিতে দেশ ছেয়ে গেছে। নেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার প্রায় দুই বছর ধরে কারাগারে রেখেছে। তাঁকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই করতে হবে। সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমানের সহধর্মীনি কামরুন্নাহার শিরিন এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বাগাতিপাড়া পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জামালের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, ফরহাদ আলী দেওয়ান শাহিন, তারিকুল ইসলাম টিটু, শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমানের ছেলে ইয়াসির আরসাদ রাজন, মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন পুতুল প্রমুখ। এদিকে সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির একাংশ একটি ঝটিকা মিছিল বের করে লক্ষণহাটী মোড়ে গিয়ে শেষ করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …