শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ার করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা। মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে বসে খাবার মত সামর্থ নেই এমন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল । এছাড়া সেই সাথে একটি সাবান, মাস্ক এবং সচেতনাতা মূলক লিফলেট বিতরন করা হয়।

গত রবিবার থেকে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, হাত ধোয়ার সাবান, মাস্ক লিফলেট বিতরণ করে আসছেন এবং এমন সহযোগী অব্যাহত থাকবে বলে জানান, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …