সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বন্যার্তরে জন্য গণত্রাণ সংগ্রহ

বাগাতিপাড়ায় বন্যার্তরে জন্য গণত্রাণ সংগ্রহ

 নিজস্ব প্রতিবেদক:  -পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তরে সহায়তা প্রানের লক্ষ্যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এ গণত্রাণ সংগ্রহ। রোববার সকালে খো গেছে, উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে
বন্যার্তরে জন্য ত্রাণ সংগ্রহ করছে ‘মানবতার তরুছায়া’ নামের বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে নিশাতুর রহমান, মোহাম্ম আব্দুল্লাহ, কাঈফ আহম্মে, আল-আমীন, সব্বির আহম্মে ও
রেহেদুলসহ অন্তত ১৫ জন কাজ করছেন।

এছাড়া, ‘মানুষের জন্য মানুষ’, ‘গালিমপুর জাগরণ সংঘ’, ‘স্বপ্নের
নাটোর’, ‘জাগো বাংলা’ ও ‘লোকমানপুর মানবিক টিম’সহ আরও
১৪ েেক ১৬টি সংগঠন গণত্রাণ সংগ্রহ শুরু করেছে। ত্রাণ সংগ্রহ করছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শির্ক্ষাীরাও।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ‘মানবতার তরুছায়া’ নামের
স্বেচ্ছাসেবী সংগঠনের আহŸায়ক নিশাতুর রহমান বলেন, বানভাসি
মানুষকে সহায়তা করার জন্য আমরা গত বৃহস্পতিবার েেকই বিভিন্ন জায়গায় ফান্ড সংগ্রহ করতে শুরু করেছি। প্রতিটি মানুষ স্বতস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। কারো কারো মধ্যে আবেগতাড়িতভাব লক্ষ্য করেছি। প্রতিটি মানুষের মধ্যে এক নতুন বাংলাশে খেতে পেয়েছি। আজ েেক গণত্রাণ সংগ্রহ করছি। এতে
সবাই সামর্থ অনুযায়ী সহযোগিতায় হাত বাড়িয়ে েিচ্ছন। আমরা শীঘ্রই এগুলো বানভাসি মানুষের কাছে পৌঁছে বি।
মো. রফিকুল ইসলাম রোজ

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …