রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ২টি দলে প্রথম খেলায় জামনগর ইউনিয়ন ফুটবল দল ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় জামনগর ইউনিয়ন ফুটবল দল-০ ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল-৪ গোলে জয়লাভ করে।

উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আ’লীগ নেতা নয়েজ মাহমুদ প্রমুখ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …