শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের গৃহ প্রদান

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের গৃহ প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় সারা দেশের ন্যায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ, ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের ২৫ টি গৃহ প্রদান করা হয়।
দিন ব্যাপি কর্মসূচির মধ্যে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শরু হয়। পরে উপজেলা চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নাটোর-১ আসনে সাংসদ শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন। এরপর দোয়া মাগফেরাত কামনা করা হয়।

এ উপলক্ষে জিমনিসিয়াম হল রুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিাংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমাার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রতন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, নাটোর জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ, ভিক্ষুক পুর্ণবাসনে দুইটি ছাগল, ছয়টি সেলাই মেশিন, তিনটি মুদি দোকান ও দুইটি চা দোকান, একটি খাবারের দোকা, পাঁচটি চার্জার চালিত ভ্যান, অর্ধশত হাঁস-মুরগি, একটি শাঁখা তৈরির মেশিন এবং গৃহহীনদের ২৫ টি গৃহ প্রদান করা হয়।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …