মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বই বিতরণ উৎসব

বাগাতিপাড়ায় বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন নাটোর-১(লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মজনু মিয়া, প্রমুখ।

মাধ্যমিক ও শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৬২ হাজার এবং মাধ্যমিক, ভোকেশনাল ও মাদরাসাসহ ২ লক্ষ ১০ হাজার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই লাখ ৭২ হাজার বই বিনামুল্যে বিতরন করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করেবি এনপি নেতার মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়মোটরসাইকেল শোডাউনের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকালে দলীয়নিষেধাজ্ঞা …